পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে দল পেয়েছেন মাত্র তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। এর মধ্যে কেবল নাহিদ বিসিবির কাছে এনওসি (অনাপত্তিপত্র) চেয়েছেন, বাকি দুই ক্রিকেটার এখনও আবেদন করেননি। বিসিবি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই লিটন ও রিশাদও আবেদন করবেন।
আগামী ৮ এপ্রিল শুরু হবে পিএসএলের এবারের আসর, যা চলবে ১৯ মে পর্যন্ত। ছয় দলের এ টুর্নামেন্টের সময়ই বাংলাদেশ জাতীয় দল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে। পিএসএলে পেশোয়ার জালমি গোল্ড ক্যাটাগরিতে দলে নিয়েছে গতিতারকা নাহিদ রানাকে। অন্যদিকে, লিটন দাস ও রিশাদ হোসেনকে সিলভার ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে যথাক্রমে লাহোর কালন্দার্স ও করাচি কিংস।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, নাহিদ আনুষ্ঠানিকভাবে এনওসির জন্য আবেদন করেছেন, তবে লিটন ও রিশাদ এখনও আবেদন করেননি। তবে বোর্ড এই তিন ক্রিকেটারকে ছাড়ার ব্যাপারে কিছু দিক বিবেচনা করছে।
এদিকে, বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে ক্রিকেটারদের উন্নতি হবে। তিনি বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটি পুরোপুরি বোর্ড, কোচ এবং অধিনায়কের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’