চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামলেও উত্তেজনা এখনও কাটেনি। দিন দশেক আগে শেষ হওয়া এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা অব্যাহত। সোমবার আইসিসি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ১০টি ডেলিভারি। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তাসকিন আহমেদও।
ভিডিওর শুরুতেই দেখা যায় পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদের দুর্দান্ত এক ডেলিভারি, যেখানে তিনি ভারতীয় ওপেনার শুভমান গিলকে বোল্ড করেন। এরপরই আসে তাসকিনের মুহূর্ত। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের উইল ইয়াংকে বোল্ড করার পর তার উদযাপন ছিল দারুণ দেখার মতো।
তালিকার তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফাইনালে কুলদীপ যাদবের বোলিং চতুর্থ স্থানে জায়গা পেয়েছে। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার মুহূর্তও আইসিসির ভিডিওতে স্থান পেয়েছে।
এছাড়া, আবরার আহমেদের আরও একটি অসাধারণ ডেলিভারি, যেখানে তিনি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে বোকা বানান, সেটিও রয়েছে ভিডিওতে। নাসিম শাহের নিখুঁত কট বিহাইন্ড, ভারতের রবীন্দ্র জাদেজা এবং দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের সেরা মুহূর্তগুলোও আইসিসির নির্বাচিত তালিকায় স্থান পেয়েছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটি ক্যাচ আউট, বাকিগুলো বোল্ড।