
অবশেষে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতীক্ষার অবসান—লাল-সবুজের জার্সিতে খেলার জন্য দেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। তার সঙ্গে রয়েছেন বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী। বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে তাকে নিয়ে যাওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে, যেখানে স্থানীয়রা তাকে সংবর্ধনা দেবেন।
বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। কিছুদিন আগেই তিনি নিশ্চিত করেছেন, জাতীয় দলের হয়ে খেলবেন। তার প্রতীক্ষিত অভিষেক হতে পারে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে, যেখানে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে তাকে দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।