বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিছুদিন আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে—লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।
লেস্টার সিটির এই তারকা সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছাবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজার বিমানে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে, যার ক্যাপশনে লেখা, "বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।"
হামজার সঙ্গে তার মা, স্ত্রী ও সন্তানও দেশে আসছেন। সিলেট পৌঁছানোর পর তিনি সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন, যেখানে বিকেলে তাকে সংবর্ধনা জানাবে গ্রামবাসী।
এদিকে, বাংলাদেশের ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৫ মার্চের জন্য, যখন ভারত বিপক্ষে ম্যাচে লাল-সবুজের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামবেন হামজা দেওয়ান চৌধুরী।