পাকিস্তান ক্রিকেট যেন মিউজিক্যাল চেয়ার—কে কাকে সরিয়ে জায়গা নিতে পারে, সেটাই যেন মূল প্রতিযোগিতা। তবে এই বারবার পরিবর্তনের কোনো সুফল দেখা যাচ্ছে না। বরং আইসিসির বড় ইভেন্টগুলোতে একের পর এক ব্যর্থতার মুখে পড়ছে পাকিস্তান। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
গত দুই বছরে পাকিস্তান ক্রিকেটে বোর্ডপ্রধান থেকে শুরু করে কোচ ও অধিনায়কত্বে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। ইনজামামের মতে, এসব পরিবর্তন দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা নিয়েই তিনি এবার বোর্ডকে পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, "গত দুই বছরে পাকিস্তান দলের পারফরম্যান্সের অবনতি হয়েছে। যদি আমরা সঠিক পথে না চলি, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যবস্থাপনা, কোচ এবং খেলোয়াড়দের বারবার পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে না। আমাদের ভাবতে হবে, কোথায় ভুল হচ্ছে।"
এমন ধারাবাহিক পরিবর্তন খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করছে বলেও মনে করেন ইনজামাম। তার মতে, "অনেক পরিবর্তনের বদলে আমাদের ভুলগুলো খুঁজে বের করতে হবে। যদি খেলোয়াড়দের উপর আস্থা না রাখা হয়, তাহলে তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, আর দলে উন্নতির কোনো সম্ভাবনা থাকবে না।"
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাবর আজম, যা নিয়েও অসন্তুষ্ট ইনজামাম। তিনি বাবরের প্রতি তার আস্থার কথা জানিয়ে বলেন, "বাবর আজম একজন তারকা খেলোয়াড়। প্রত্যেকেই কোনো না কোনো সময় খারাপ সময়ের মধ্য দিয়ে যায়। যদিও সাম্প্রতিক সময়ে সে সেরা ফর্মে নেই, তবে তার প্রতি আস্থা রাখা জরুরি। ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের একসঙ্গে কাজ করা উচিত, ভুলগুলো চিহ্নিত করা উচিত। কিন্তু বারবার পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে না।