প্রথমবারের মতো বাংলাদেশের ওয়েব সিরিজে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী পূজা ব্যানার্জি। ‘ফেরারী’ নামের সিরিজটির পর্ব পরিচালনায় রয়েছেন সাফি উদ্দিন সাফি ও মিরাজ।
বাংলাদেশের কাপ্তাইয়ে দুই পর্বের শুটিং হয়েছে, বাকি সাত পর্বের শুটিং হয়েছে ভারতের মুম্বাই শহরে। সাফি বলেন, ‘অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে নির্মিত হয়েছে সিরিজটি। আমরা সাত পর্বের শুটিং শেষ করেছি। গল্পের প্রয়োজনেই মুম্বাই শুটিং করার দরকার ছিল।
তা ছাড়া অভিনেত্রীরই প্রয়োজন ছিল ভারত থেকে। সেই কারণে আমরা পূজাকে নিয়েছি। এমনিতে বাংলাদেশের দর্শকের কাছে পূজা পরিচিত মুখ।’কলকাতার মেয়ে পূজা ব্যানার্জি। টালিউডে প্রিয় মুখ তিনি। তবে বেশি জনপ্রিয় ছিলেন হিন্দি টেলিভিশনে। টালিউডেও করেছেন বেশ কয়েকটি সিনেমা।
যার সবই কমবেশি হিট। এখন আর সেভাবে পর্দায় দেখা না গেলেও সামাজিক মাধ্যমে সক্রিয় এ অভিনেত্রী। সংস্পর্শে থাকেন ভক্ত-অনুরাগীদের।