দেড় সপ্তাহ পরেই শুরু হবে অর্থের ঝনঝনানির টুর্নামেন্ট আইপিএল। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতেই জাতীয় দলের দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটাররা। আছেন দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারও।
আগামী ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে খেলতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না স্যান্টনার। তার সঙ্গে খেলবেন না ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর মতো তারকারা। তাদের সবাইকে ভারতের ফ্যাঞ্চাইজি লিগ খেলতে অনাপত্তিপত্র দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সঙ্গে ব্যক্তিগত কারণে এই সিরিজে থাকছেন না কেন উইলিয়ামসনও। নিয়মিত একাদশের ক্রিকেটাররা না থাকায় সুযোগ মিলেছে এতদিন দলের বাইরে থাকা ক্রিকেটারদের।
বলা যায়, দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে কিউইরা। ফেরার তালিকায় আছেন ফিন অ্যালেন, টিম সাইফার্ট ও জিমি নিশামরা। সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন ম্যাট হেনরি-বেন সিয়ার্সদের মতো পেসাররা। পেস বোলিংয়ে তাদের সঙ্গী হচ্ছেন কাইল জেমিসন ও উইলিয়াম ও’রুর্কি। হেনরির শেষ দুই ম্যাচের বিপরীতে প্রথম তিন টি-টোয়েন্টিতে খেলবেন জেমিসন-ও’রুর্কি। কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল।
গত বছর পাকিস্তানের বিপক্ষেই প্রথমবার দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার। আবারো অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ব্রেসওয়েল বলেছেন, ‘দেশকে নেতৃত্ব দিতে পারাটা সত্যিই বড় সম্মান ও গর্বের। গত বছর পাকিস্তানের বিপক্ষে নেতৃত্বটা উপভোগ করেছিলাম। সেই সফরের বেশ কজন খেলোয়াড় এবারো দলে থাকায় সত্যি ভালো লাগছে।’ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ মার্চ, ক্রাইস্টচার্চে। সিরিজের পর্দা নামবে ওয়েলিংটনে ২৬ মার্চ।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস (শেষ দুই ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (শেষ দুই ম্যাচ), কাইল জেমিসন (প্রথম তিন ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইলিয়াম ও’রুর্কি (প্রথম তিন ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট ও ইশ সোধি।