বিয়ের পরপরই সুখবর দিলেন মেহজাবীন। ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে অভিনেত্রীর চলচ্চিত্র ‘সাবা’। দিন চারেক আগেই জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ার খবর জানায় মেহজাবীনের ছবিটি।
সেই খুশির রেশ কাটতে না কাটতেই তাঁদের দুয়ারে নতুন আনন্দ। ১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার (৮ মার্চ) নেমেছে উৎসবটির পর্দা। সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম। এই আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’। গতকাল সকালে খবরটি জানিয়ে ফেসবুকে ‘সাবা’ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘কী সুন্দর সকাল। অভিনন্দন ছবির সংশ্লিষ্ট সবাইকে।
উৎসবটিতে এশিয়ান সিনেমা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের ছবি ‘রিডিং ললিতা ইন তেহরান’। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে। মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। টেলিভিশনে দীর্ঘ দেড় দশক অভিনয়ের পর এ ছবির মাধ্যমে সিনেমায় এসেছেন তিনি। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি পায়নি। বরং দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ দিয়ে তাঁর অভিষেক হয়েছে।
শঙ্খ দাশগুপ্তের এ ছবি মুক্তি পেয়েছে গত বছরের ২০ ডিসেম্বর। দুই যুগ আগের সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোরী ও তার মায়ের গল্প ‘সাবা’। এখানে মা-মেয়ের সম্পর্কের নানা দিক উঠে এসেছে, তেমনি জায়গা করে নিয়েছে প্রজন্মগত ব্যবধান ও ব্যক্তিগত মূল্যবোধের বিষয়াবলি। এতে মেহজাবীনের সঙ্গে আছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত বছরের আগস্টে কানাডার টরন্টো উৎসবে প্রিমিয়ার হয়েছিল ছবিটির। এ বছরের মাঝামাঝি সময়ে এটি মুক্তি পেতে পারে।