বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মারা গেছেন। তার মৃত্যুতে ওসাসুনার বিপক্ষে গতকাল শনিবার রাতে তাদের লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছে যে, আজ সন্ধ্যায় প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া মৃত্যুবরণ করেছেন। এই কারণে, বার্সেলোনা ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। পরে ম্যাচটির নতুন সূচি নির্ধারণ করা হবে।
এই কঠিন সময়ে বার্সেলোনার পরিচালনা পর্ষদ এবং খেলোয়াড় ও স্টাফরা তার পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’ অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল রাত দুইটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান, তখনই তারা জানতে পারেন মৃত্যুর খবর। খেলা শুরুর ২০ মিনিট আগে ম্যাচ স্থগিতকরণের খবর বড় স্ক্রীনে ঘোষণা করা হয়।
হাজার হাজার দর্শকে তখন ভর্তি গ্যালারি। বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ক্লাবের ওয়েবসাইটে মিনারো গার্সিয়াকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি একজন অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। এটি একটি গভীর শোকের মুহূর্ত ছিল, কারণ তিনি আমাদের সবার কাছে খুব প্রিয় ছিলেন। তিনি প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের, কোচিং স্টাফদের, সবার যত্ন নেওয়ার জন্য উপস্থিত থাকতেন। তিনি কখনোই কাউকে 'না' বলতেন না। তিনি একজন মহান পেশাদার এবং একজন মহান চিকিৎসক ছিলেন।’
ওসাসুনার একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ওসাসুনা ড. কার্লেস মিনারো গার্সিয়ার পরিবারের প্রতি তাদের গভীর সমবেদনা জানাচ্ছে। এবং বার্সেলোনা কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ভক্তদের এই কঠিন সময়ে পাশে থাকছে। তিনি শান্তিতে থাকুক।' ৫৩ বছর বয়সী মিনারো গার্সিয়া ২০১৭ সাল থেকে বার্সেলোনার সঙ্গে যুক্ত ছিলেন। মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে, এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে।