পরপর দুই বলে দুই উইকেট পড়ার পর যে ব্যাটসম্যানের নামার কথা ছিল, তিনি ডাগআউট থেকে বের হলেন দেরিতে। আর তাতেই প্রতিপক্ষ দলের অধিনায়ক আউটের আবেদন করে বসেন। কারণ ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে গার্ড নিতে প্রস্তুত ছিলেন না।
ফলস্বরূপ টাইমড আউট হলেন ব্যাটার। পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে খেলতে নেমে এই কাণ্ড করেন সৌদ শাকিল। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, দুইটি উইকেট দ্রুত পড়ে যাওয়ার কারণে শাকিলের মাঠে প্রবেশ করতে দেরি হয়। তিনি যখন ক্রিজে এসেছিলেন, প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন।
আম্পায়াররা মেনে নেন যে তিনি তিন মিনিটের মধ্যে প্রস্তুত ছিলেন না। আউট দিয়ে দেন। গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট। প্রথম শ্রেণির ক্রিকেটে টাইমড আউট হওয়া সপ্তম ব্যাটসম্যান পাকিস্তানের সৌদ শাকিল।
সর্বশেষ এমন অস্বাভাবিক আউটের ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কার অ্যাঙ্গেলো ম্যাথিউসের ক্ষেত্রে, ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসান তার বিপক্ষে টাইমড আউটের আবেদন করে সফল হয়েছিলেন।
এই ম্যাচে ঘটেছে আরো এক উদ্ভট কাণ্ড। তিন বলের ব্যবধানে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) হারিয়েছে ৪ উইকেট। উমর আমিন এবং ফাওয়াদ আলম দুই বলের মধ্যে ফাস্ট বোলার মোহাম্মদ শাহজাদের হাতে আউট হয়ে যান, যা শাহজাদকে হ্যাটট্রিকের সুযোগ দেয়। শাকিলের অদ্ভুত আউটের পর ইরফান খান ব্যাট করতে এসে প্রথম বলেই স্টাম্পড হন, ফলে শাহজাদ তার হ্যাটট্রিক পূর্ণ করেন। এর ফলে স্টেট ব্যাংক অব পাকিস্তান ১২৮ রান থেকে ১২৮ রান ৫ উইকেটে পরিণত হয় মাত্র তিন বলের মধ্যে।