অভিনেত্রী হিসেবে বেশ পরিচিত সাবিলা নূর। তবে সম্প্রতি নিজের লেখা বই দিয়ে আত্মপ্রকাশ ঘটছে লেখিকা সাবিলা নূরের। অমর একুশে বইমেলার শেষ দিকে এসে প্রকাশ করেছেন নিজের লেখা বই।
. তার প্রথম বইয়ের নাম ‘ভালোবাসা অতঃপর’। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি লিখেছেন তিনি। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বর্তমানে নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ের পাশাপাশি সিনেমার জন্যও প্রস্তুতি নিচ্ছেন সাবিলা। এক সাক্ষাৎকারে গণমাধ্যমে জানিয়েছিলেন ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে শিগ্গিরই বড় পর্দায় দেখা যাবে তাকে।