রাতে মাঠে নামছে বার্সেলোনা পিএসজির মুখোমুখি লিভারপুল

রাতে মাঠে নামছে বার্সেলোনা পিএসজির মুখোমুখি লিভারপুল

খেলা

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে আজ বেনফিকার আতিথ্য নেবে বার্সেলোনা। আর পিএসজির মাঠে লড়বে লিভারপুল। এছাড়া, অল জার্মান লড়াইয়ে লেভারকুসেনকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। সবগুলো ম্যাচ শুরু হবে রাত ২টায়।

মাস দুয়েকের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বার্সেলোনা ও বেনফিকা। গত জানুয়ারিতে গ্রুপ পর্বের সেই লড়াইয়ে ৯ গোলের রোমাঞ্চে অবশ্য শেষ হাসি হেসেছিলো হ্যান্সি ফ্লিকের দল। এবার বেনফিকার ঘরের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে নিশ্চয়ই জয় পেতে চাইবে বার্সেলোনা। তবে এই ম্যাচে গাভির খেলা নিয়ে আছে শঙ্কা। অসুস্থতার কারণে দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫ ম্যাচে অপরাজিত কাতালান শিবির। লা লিগায় ৫৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। অন্যদিকে, শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হচ্ছে লিভারপুল। ইপিএলে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটেও অপ্রতিরোধ্য অলরেডস।

৩৬ দলের মধ্যে শীর্ষে থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছেন তারা। চলতি মৌসুমে দলের ৫২ গোলে অবদান মোহাম্মদ সালাহ’র। ইনজুরির কারণে পিএসজির বিপক্ষে খেলা মিস করতে পারেন গাকপো। বিপরীতে দারুণ ছন্দে আছে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজিও। সব প্রতিযোগিতায় সবশেষ ২০ ম্যাচে অপরাজিত তারা। যার ১৮টিতেই জিতেছে লুইস এনরিকের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *