বাসাইল প্রতিনিধি: বাসাইলে রাতের আঁধারে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। পরে সেই গরুগুলো মাঠে জবাই করে চোরেরা মাংস নিয়ে গেলেও কেউ টের পাননি বলে জানা গেছে।
শনিবার, ১ মার্চ দিনগত রাতে বাসাইল পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটে ঘটে। এ ঘটনায় রোববার বাসাইল থানায় অভিযোগ দেওয়া হয়।
একটি গরুর মালিক রুবেল খান বলেন, শনিবার ৯০ হাজার টাকা দিয়ে গরুটি কিনে বাড়িতে নিয়ে আসি। রাত ১২টার সময় গরু দেখে শুয়ে পড়ি। সেহেরির সময় আমার ভাই গোয়ালঘরে গিয়ে দেখে গরু নেই। পরে আশপাশে গরু খুঁজতে থাকি। রোববার সকালে জমির আইলে গরুর পায়ের দাগ দেখে ঘটনাস্থলে আসি। যেখানে তিনটি গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’
তিনি বলেন, ‘আমার একটি ষাঁড় গরু ছাড়াও আরও দুজনের দুটি গাভি ছিল। তিনটি গরুর মূল্য তিন লাখ টাকা হবে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’
চুরি যাওয়া আরেক গরুর মালিক ফজলু খান বলেন, ‘পাশের বাড়িতে গরু চুরি হয়েছে বলে শুনতে পাই। পরে আমাদের গোয়ালঘরে গিয়ে দেখি দরজার তালা ও গরু বেঁধে রাখা শিকল কাটা। সকালে বাসাইল পশ্চিমপাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাই, গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘শখ করে দুই মাস আগে ৫০ হাজার টাকায় গাভিটি কিনেছিলাম। গাভিটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। এখন কমপক্ষে এক লাখ টাকায় বিক্রি করা যেতো।’
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।