ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় অবৈধ ৪টি ইটভাটার মালিককে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার এ জরিমানা করেন। এর মধ্যে মেসার্স এম আর পি ব্রিকসকে ৭ লাখ টাকা, মেসার্স সোনালী ব্রিকসকে ৭ লাখ, সালাম ব্রিকসকে ৭ লাখ এবং মেসার্স ফরিদ ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু সাঈদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫,৭,৮ এর ৩(ঙ) ধারা লঙ্ঘন এবং ১৫(১) ১৭ ও ১৮ ধারা অনুয়ায়ী তাদের জরিমানা করা হয়েছে। এসব ইটভাটায় পাহাড়ের লাল মাটি এবং গাছের কাঠ কেটে পাড়ানো হচ্ছিলো। এছাড়া ৪টি ইটভাটার পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র নেই।
তিনি আরো বলেন, পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব ইট ভাটা পরিচালনা করে আসছিলো। এ ধরনের অভিযান অব্যহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ সহযোগিতা করেন।