টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। প্রথমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. মিজানুর রহমান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

এরপর একে একে টাঙ্গাইল পৌরসভার পক্ষে পৌর প্রশাসক শিহাব রায়হান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, টাঙ্গাইল রাইফেলস ক্লাব, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার, পিবিআই, নৌ পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবকের মাধ্যমে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।

সকালে জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে বিএনপিসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহিদ শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়। প্রভাতফেরিতে অংশ নেয় শিক্ষার্থীরা, যাদের কণ্ঠে উচ্চারিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি। এছাড়া, টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *