নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে যাত্রীবাহী বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তিনদিন পর মির্জাপুর থানায় মামলা হয়েছে।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী এক যাত্রী ১০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় এ মামলা দায়ের করেন। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত সোমবার, ১৮ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে নাটোরের বড়াইগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীগামী রয়েল পরিবহনের বাস ছেড়ে যায়। এতে বাসটিতে ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়ার সময় ৩০ থেকে ৩৫ যাত্রী ছিল। এরপর রাত আনুমানিক ২টার দিকে ওই বাসটি টাঙ্গাইলের মির্জাপুরে ফুটওভার ব্রিজের নিকট পৌঁছলে সেখান থেকে ৭ জন ডাকাত দলের সদস্য বাসের যাত্রীদের জিম্মি করে ফেলে।
এরপর থেকে বিভিন্ন জায়গায় বাসটি যাত্রীদের নিয়ে ভয়ভীতিসহ তাদের কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং এসময় বাসে দুই নারী যাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, ডাকাতি এবং শ্লীলতাহানির ঘটনায় ওমর আলী নামে এক যাত্রী মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে জানান তিনি। এছাড়া, টাঙ্গাইলের ডিবি ও জেলা পুলিশসহ তিনটি টিম ইতোমধ্যেই কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।