কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় বাসচাপায় ভ্যান চালকসহ দুজনের প্রাণ গেছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার জোকারচর এলাকার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল জানান।
নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কুর্শাবেনু্ এলাকার মকবুল হোসেনের ছেলে ভ্যান চালক আব্দুল হালিম (৩৫) ও উপজেলার গবিন্দপুর এলাকার আবুল মিয়ার ছেলে রাজ্জাক আকন্দ (৫৪)।
স্থানীয়দের বরাত দিয়ে যমুনা সেতু পূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রুবেল বলেন, ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও এক যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পলাতক পালিয়ে গেছে।