কা‌লিহাতীতে বাসচাপায় ২ মোটরসাইকে‌ল আরোহী নিহত

কালিহাতী দুর্ঘটনা শোক সংবাদ

কা‌লিহাতী প্রতিনিধি: কা‌লিহাতীতে মহাসড়‌কে বাসের চাপায় রা‌কিব (২৮) ও রিজভী (৩০) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছে। নিহত রা‌কিব ও রিজভী টাঙ্গাইল সদর উপ‌জেলার নগর জল‌ফৈ এলাকার বাসিন্দা ।

শুক্রবার, ৭ ফেব্রুয়ারি রাত সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলার ৪ নম্বর ব্রিজের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

 

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন জানান, শুক্রবার বিকালে টাঙ্গাইল শহর থেকে মোটর সাইকেলযোগে যমুনা সেতু এলাকায় কয়েক বন্ধু বেড়াতে যান। এদিন রাতে ফেরার পথে ধলাটেংগর ৫ নম্বর বিজ্রের কাছে পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শেখ মোহাম্মদ রু‌বেল জানান, মহাসড়‌কের চরভাবলা এলাকায় অজ্ঞাত প‌রিবহ‌নের ধাক্কায় ঘটনাস্থ‌লেই নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *