নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা সদরের জনসেবা চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার, ৫ ফেব্রুয়ারি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা সদরের জনসেবা চত্বরে আয়োজিত এই কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। বুধবার সকালে জেলা প্রশাসক শরীফা হক বেলুন ও পায়রা উড়িয়ে ওই মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশেক পারভেজসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষক ও দর্শনার্থীরা মেলা আয়োজনকে স্বাগত জানিয়ে বলছেন, তারা প্রতি বছর এই ধরনের মেলা দেখতে চান।
জেলা কৃষি কর্মকর্তা আশেক পারভেজ জানান, মেলার মূল উদ্দেশ্য কন্দাল জাতীয় ফসল- লতি কচু, পানি কচু, গাছ আলু ইত্যাদি উৎপাদন ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করা। এ ছাড়া বাসা-বাড়ির আঙিনায় চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, মেলা দেখে তিনি খুবই সন্তুষ্ট। জেলা প্রশাসন সব সময় কৃষকদের পাশে থাকবে।
কৃষি মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী ওই মেলা ঘিরে কৃষি উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এবার মেলায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোক্তা এবং বিভিন্ন এনজিও’র ৪০ টি উদ্ভাবনী স্টল স্থান পেয়েছে।