নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ নিলে বিদেশ-ফেরতদের অর্থনৈতিক মুক্তি মিলবে। বিদেশ থেকে ফেরত আসা প্রবাসীদের যেন দেশেই কর্মসংস্থান হয় সে জন্য পেশা অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরও বলেন, পেশাদার প্রশিক্ষণের মাধ্যমেই বিদেশ ফেরতদের প্রকৃত অর্থনৈতিক মুক্তি সম্ভব।
রবিবার, ২০ জানুয়ারি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্পের আওতায় টাঙ্গাইল এমআরএসসির মাধ্যমে ১০ জন বিদেশ-ফেরতকে ড্রাইভিং বিষয়ে দক্ষ করার জন্য মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে তিনি ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত প্রত্যাশা-২ প্রকল্পের কর্মকাণ্ড পরিদর্শন করেন। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় ২০২০ সালের ১ এপ্রিল বা তার পরে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্থ অভিবাসীদের টেকসই অর্থনৈতিক পুনরেকত্রীকরণ, মনোসামাজিক কাউন্সেলিং এবং রেফারেল সহায়তা প্রদান করা হচ্ছে।
বিদেশ-ফেরতদের সমাজে ঘুরে দাঁড়াতে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসেবে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণের পাশাপাশি প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণেরও আয়োজন করছে ব্র্যাক। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের বেসরকারি প্রতিষ্ঠান আরডি ড্রাইভিং স্কুলের মাধ্যমে প্রকল্পের সেবাগ্রহীতা ক্ষতিগ্রস্থ বিদেশ-ফেরতদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করার উদ্যোগ নেয়া হচ্ছে।