আমার উনি
ইচ্ছে করেই বাজার থেকে
ছোট মাছ আনি
এই নিয়ে শুরু হয়
ঝগড়া ফ্যাসাদ জানাজানি।
উনি আবার রান্না করেন
ভীষণ প্রিয় করে,
হা করে দাঁড়িয়ে থাকে
মুখে দেই ভরে।
কই না কিছু -
পরনের জামা নোংরা হয়ে গেলে
ইচ্ছে করেই
উনিই কেচে ফেলে।
ইচ্ছে করেই চাই না খেতে
গেছি যেন ভুলে
উনিই তখন খাওয়ায় আমায়
নিজ হাতে তুলে।
উনি আবার এটম বোমা
ফাটে যখন রাগে
আমি তখন থার্মোনিউক্লিয়ার
তাকে নিয়ে আসি বাগে।
ঝগড়া শেষে মুচকি হেসে
মিলে যাই আবার
উনি আবার রাগ পুষে না
রাগের গুষ্টি করে সাবাড়।
আদর করে ভিন্ন নামে
ময়না বলে ডাকি
সুযোগ বুঝে সেও আমারে
দেয় ভীষণ ফাঁকি।
মান-অভিমান মারামারি
এই নিয়েই বাঁচি
এসব নিয়েই আমরা দু’জন
বড্ড ভালো আছি।