নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, কাগমারীতে 'শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান' আয়োজন করা হয়েছে। ১৪ জানুয়ারি তারিখে বেলা ১০ ঘটিকা থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব-এর আয়োজন করা হয়।
২০২৩-২৪ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও আয়োজক কমিটির আহ্বায়ক মো. আলী আশরাফ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নূর-এ আলম সুমন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শফিকুল ইসলাম।
এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে কলেজের হিসাববিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ বিজ্ঞানসহ আরো বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শীতকালীন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, গ্রাম বাংলার অতীতের অনেক হারিয়ে যাওয়া পিঠা এই উৎসবের মাধ্যমে সবার কাছে তুলে ধরেন। এ উদ্যোগ আমাদের পিঠা শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং সকলের মাঝে একটি সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হওয়াতে শিক্ষা জীবনে অন্যতম ভূমিকা পালন করবে।
কলেজের (স্নাতক সম্মান) ২০২৩-২০২৪ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠানটি সুন্দর পরিপাটিভাবে স্টলগুলো পরিচালিত করেন। কলেজের ১৫টি অনার্স বিভাগসহ রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্টসহ ১৮টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন শীতকালীন পিঠা পরিবেশন করে যেটি টাঙ্গাইলের মধ্যে অন্যতম একটি আয়োজন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জানান, তাদের এই পিঠা উৎসবের মাধ্যমে আহ্বান হচ্ছে- টাঙ্গাইল জেলাসহ সারা দেশে যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এইভাবে শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়। উৎসবে আমরা অনেক উৎফুল্ল এবং আনন্দিত। এ রকম পিঠা উৎসবের জন্য আমাদের সরকারী মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ স্যার সহযোগিতা করছেন, তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।