ঘাটাইল প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি, মঙ্গলবার ঘাটাইলের লোকেরপাড়া, আনেহলা, জামুয়িরা ও দিঘলকান্দি ইউনিয়ন পরিষদে আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম কর্মশালাগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মানে তারুণ্যের উদীয়মান শক্তিকে এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার ও ৪নং লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক তাপসী শীল-এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাকের হোসেন খান, ৬ বার নির্বাচিত ইউপি সদস্য ফজলুর রহমান তালুকদার, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন বকুল, উপসহকারী কৃষি কর্মকর্তা তৌকীর আহমেদ, ইউপি সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ।
উপজেলা পরিসংখ্যান অফিসার ও জামুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ মনিরুজ্জামান খান-এর সভাপতিত্বে জামুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জামুরিয়া ইউনিয়ন পরিষদের এর প্রশাসনিক কর্মকর্তা সুলতানা বেগম, ইউপি সদস্য বন্দে আলী মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দিলীপ চন্দ্র প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আনেহলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নাসিরুজ্জামান-এর সভাপতিত্বে পরিষদ চত্বরে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা মোছা: তাহমিনা, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য খুরশিদা সানি প্রমুখ।
উপজেলার দিঘলকান্দি ইউনিয়ন পরিষদেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতায় লোকেরপাড়া ইউনিয়নে প্রথম স্থান অধিকার করেন। লোকের পাড়া ও এস ফাজিল মাদ্রাসা, জামুরিয়া ইউনিয়ন প্রথম স্থান অধিকার করে চাঁনতারা উচ্চ বিদ্যালয় ও আনেহলা ইউনিয়নে প্রথম স্থান অধিকার করে সিংগুরিয়া লোকের পাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ঘাটাইল উপজেলা প্রশাসন।