নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে অবৈধ কসমেটিক মজুত ও বিক্রির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর দুপুরে শহরের ক্যাপসুল মার্কেটে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ও মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাজীপুর বিএসটিআই এর ফিল্ড অফিসার মো. রিয়াজুল মোল্লাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকার চক বাজার থেকে নিম্নমানের সাবান, তেল, স্নো, ক্রিমসহ বিভিন্ন প্রসাধনী বেশি দামে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন শহরের ক্যাপসুল মার্কেটের কয়েকজন ব্যবসায়ী।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত জানান, শহরের ক্যাপসুল মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় মদিনা স্টোরের মালিক মামুনুর রহমান, বিনিময় স্টোরের মালিক জয়দেব সাহা, অপূর্ব কসমেটিকসের মালিক শামীম খান, নাবিলা স্টোরের মালিক নাসির মিয়া ও অপরূপার মালিক সুনীল কুমার পালের দোকানে অবৈধ কসমেটিক মজুত ও বিক্রির অপরাধে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ স্নো, ক্রিম ও তেলসহ বিভিন্ন প্রসাধনী বিনষ্ট করা হয়।