নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
১৪ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ৬ টায় স্থানীয় আইডিইবি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি অধ্যাপক স. ম আজাদ-এর সভাপতিত্বে সেমিনারে 'চিন্তাশক্তির পণ্যায়ন, রাষ্ট্রসংস্কার ও বুদ্ধিজীবীর দায়' শীর্ষক মূল বক্তব্য পাঠ করেন ড. আলী রেজা। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বাদল মাহমুদ ও অধ্যাপক দেবাশীষ দেব। আলোচনায় অংশগ্রহণ করেন জহুরুল হক বুলবুল, ড. আরমান হোসেন আজম, কনোজ সোম, কবি সুব্রত দত্ত, মঞ্জুলা সাঈদ, রহমান শিবলু প্রমুখ।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর নাসিমুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কবি হেমায়েত হোসেন হিমু।