কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ, প্রক্রিয়াজাতকরণ ও মোড়কে মূল্য-মেয়াদসহ ধানের জাত উল্লেখ না করায় এক অটোরাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার, ৪ ডিসেম্বর দুপুরে অভিযান চালিয়ে কালিহাতীর পূর্ব বেদডোবা এলাকায় জননী অটোমেটিক রাইস মিলকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, বিভিন্ন ব্যান্ডের প্লাস্টিকের মোড়কে চাল প্রক্রিয়াকরণ, মোড়কে মূল্য-মেয়াদ ও ধানের জাত উল্লেখ না করার অপরায়ে জননী অটোমেটিক রাইস মিল মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।