নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৩ ডিসেম্বর সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব-উল-আলম খাসনবীশ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইলের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুহল আমীন সিরাজী প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে দুইটি হুইল চেয়ার বিতরণ করা হয়।