নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তিন দিনব্যাপী জেলা ইজতেমা (সাদপন্থি) শুরু হয়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমার অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর মিনি স্টেডিয়াম মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
শুক্রবার, ৮ নভেম্বর ফজরের নামাজের পর মাওলানা সৈয়দ আনিসুজ্জামানের বয়ানের মাধ্যমে এ ইজতেমার কার্যক্রম শুরু হয়। পরে কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আরিফুর রহমান বয়ান করেন। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুক্রবার টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।
সরেজমিনে গিয়ে দেখা যায় আশপাশের এলাকা জুড়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মুসল্লি সেখানে অবস্থান করছেন। বিভিন্ন জেলা ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা এ ইজমেতায় জুমার নামাজ আদায় করেন। এটি জেলার স্মরণকালের সবচেয়ে বেশি মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায়ের চিত্র। জুমার নামাজ পরিচালনা করেন টাঙ্গাইল তাবলিগ জামাতের পেশ ইমাম।
ইজতেমা পরিচালনা কমিটির সদস্য শামীমুল ইসলাম জানান, জেলার ১২টি উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। এ ছাড়াও ইন্দোনেশিয়া থেকে ৯ জনের একটি দল ইজতেমায় অংশ নিয়েছেন। জুমার নামাজে প্রায় ১৫ হাজার মুসুল্লি অংশ নেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। মোনাজাতে প্রায় ২৫ হাজার মুসল্লি অংশ নেবেন।
এদিকে, ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও গোয়েন্দা তৎপরতাও লক্ষ্য করা গেছে। ইজতেমায় অসুস্থদের সেবার জন্য একটি মেডিকেল টিমের পাশাপাশি স্থানীয় একাধিক মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করবে।