টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন

খেলা টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মৃতি রক্ষার্থে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইয়ং স্পোটিং ৫৬ রানে জয়লাভ করেছে।

শুক্রবার, ১ নভেম্বর সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জয়ী বেবীস্ট্যান্ডের আরামবাগ ক্লাব প্রথমে বোলিং করার সিন্ধান্ত নেয়। ইয়ং স্পোটিং ক্লাব প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৯ রান করে। দলের পক্ষে টাঙ্গাইলের ছেলে ঢাকা মোহামেডানের অলরাউন্ডার রুবেল মিয়া সর্বোচ্চ ৮৭ রান করে। এছাড়া মাহিম ৩৮ রান করে।

বোলিংয়ে বিজিত দলের সানি ২টি, শুভ ও ইব্রাহিম ১টি উইকেট দখল করে। জবাবে ২০০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে দূরন্ত সূচনা করেন আরামবাগ ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান লোহিত ও সজল জুটি। ৫ ওভারে বিনা উইকেটে ৫০ রান। এরপরই প্রিতমের স্পিন বোলিংয়ে ডাবল উইকেট পতনে দলের স্কোর ৫/২ হলে আরামবাগ খেলায় আর ফিরতে পারেনি। শেষের দিকে উদয় চাকলাদারের ১০ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে বড় বড় ছক্কা দলের হার এড়াতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৩ রান করলে ৫৬ রানের পরাজয় নিশ্চিত হয়। দলের পক্ষে লোহিত সর্বোচ্চ ৩৩ ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান উদয় চাকলাদারের। বোলিংয়ে বিজয়ী দলের প্রীতম ৩.২ ওভার বোলিং করে ৩১ রানে ৫টি উইকেট দখল করেছে।

টাঙ্গাইল জেলা ক্রিকেট খেলোয়াড় সমিতি (কোয়াব) আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৮টি ক্লাব ২টি গ্রুপে অংশগ্রহণ করছে। “ক” গ্রুপে ইয়ং স্পোটিং, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ ক্লাব এবং “খ” গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখীপুর ক্রিকেট এলিভেন, কালিহাতী গ্রীন ওয়ার্রিস ও আমেনা র্স্পোটস হাউজ। টুর্নামেন্টের খেলাগুলি আয়োজনে তত্ত্বাবধানে আছেন কোয়াব’র সভাপতি আবু নাসের মানিক, সাধারণ সম্পাদক মেহেদী মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন ও আল-আমিন সিয়াম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *