নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি।
সোমবার, ৩০ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মোঃ আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশে ৯ কোটি মানুষের বিদ্যুত সেবা নিশ্চিতকরণের দাবি জানান।
পরে তারা দুই দফার দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুৎ বোর্ড ও পল্লী সমিতিকে একত্রিকরণ এবং সমিতির সকল চুক্তিভিক্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। মানববন্ধনে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।