নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, শেখ হাসিনা কিন্তু ৩০০ আসন নিয়েও ক্ষমতায় টিকতে পারেনি। তার কারণ সে চাঁদাবাজি করতো। যারা গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, তারা সাবধান হয়ে যান। আপনারা মনে কইরেন না যে- এক চাঁদাবাজকে আমরা দূর করেছি বলে ভাববেন না আপনাদের সুযোগ দিব। বাংলাদেশে আর কোথাও চাঁদাবাজি করতে দিব না।
শুক্রবার, ২০ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইলের যুব অধিকার পরিষদের আয়োজনে ৭ দফা দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, রিকশা চালকরা আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। তাদের কাছ চাঁদাবাজি বন্ধ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ৩’শ আসনেও প্রার্থী দিবে। আমরা গণঅধিকার পরিষদ সেভাবে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি।
টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।