টাঙ্গাইলে নবাগত জেলা প্রশাসক শরীফা হকের যোগদান

আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক হিসেবে শরীফা হক যোগদান করেছেন। বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় বিদায়ী জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্বভার অর্পণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত প্রমুখ।

২৫ তম বিসিএসের কর্মকর্তা শরিফা হক টাঙ্গাইলের ৪০তম জেলা প্রশাসক। তিনি সেতু বিভাগের উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইলে ও সেতু বিভাগের উপসচিব শরীফা হককে নীলফামারী পদায়ন করা হয়েছিলো। পরবর্তীতে বুধবার রদবদল করে নীলফামারী থেকে টাঙ্গাইলে পদায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *