কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলায় কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার। পরিচালনা পরিষদের পরিচালক বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর রশিদ।
এই প্রথমবারের মতো উত্তর টাঙ্গাইলের প্রাণকেন্দ্র কালিহাতী সদর হাসপাতাল রোডে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত হাসপাতালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা। সুদক্ষ নার্স ও অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি মানুষের জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানের উদ্বোধক অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার বলেন, এই হাসপাতালটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
কালিহাতী পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের (ভবন মালিক) সভাপতি চেয়ারম্যান ছোহরাব আলী বলেন, এ ধরনের প্রতিষ্ঠানগুলো আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হাসপাতালটির মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নত হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, কালিহাতী কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মজনু মিয়া,বিশিষ্ট্য ব্যাবসায়ী শাহ আলম ও আমিনুল ইসলাম আমিন, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী ও সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ডাক্তার, শিক্ষকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।