নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলার গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ইতিপূর্বে গালা গ্রামে ৩-৪ মুক্তিযোদ্ধা ছিলেন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে।
এ ছাড়া, বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন ।