নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে সংস্থাটি ৬ কোটি টাকার প্রাথমিক তহবিল নিয়ে বন্যার্তদের সহায়তায় কাজ শুরু করেছে।
মঙ্গলবার, ২৭ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের এসএসএস ভবনে সংবাদ সম্মেলনে সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন এক কোটি টাকার চেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দ টাকার মধ্যে দেড় কোটি টাকা ব্যয়ে চাল, ডাল, চিড়া, আলু, তেল, খেজুর, লবণ, চিনি, গ্যাসলাইট, মোমবাতি, ওরস্যালাইন, গুঁড়া দুধ, বিস্কুটের প্রাথমিকভাবে ১০ হাজার প্যাকেট ত্রাণ বন্যাদুর্গত এলাকায় দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। বন্যাকবলিত এলাকায় জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংস্থায় কর্মরত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে ২০টি মেডিকেল ক্যাম্প স্থাপন ও বিনামূল্যে ওষুধ দেওয়ার উদ্যোগ নেওয়া করেছে।
সংস্থাটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. ফয়সাল আহমেদ বলেন, এখন ১০ হাজার বন্যাদুর্গত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার পর আমাদের মেডিক্যাল টিম ও ঘরবাড়ি মেরামত ও পূণঃনির্মান কাজে সহায়তা প্রদান করা হবে।
সংস্থাটির সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল জানান, সাম্প্রতিক বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১২টি জেলা বন্যা কবলিত হয়েছে। এই বন্যাকালীন সময়ে গত ২২ আগস্ট থেকেই সংস্থার স্থানীয় অফিস থেকে শুকনা খাবার সহায়তা চলমান রয়েছে। সেই সাথে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্য সংস্থা থেকে মোট ৬ কোটি টাকার একটি বাজেট বরাদ্দ করা হয়েছে। এক কোটি টাকা সংস্থার সর্বস্তরের ১ দিনের বেতন আর ৫ কোটি টাকা সংস্থার নিজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। এই ৫ কোটি থেকে এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসএসএসের যুগ্ম পরিচালক মো. আমিনুল ইসলাম খান, উপ পরিচালক এসএম ইয়াহিয়া, সহকারি পরিচালক শামছুল আরেফীন ও ফয়সাল আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা প্রমুখ।