মো. জাহিদ হোসেন, মাভাবিপ্রবি প্রতিনিধি: Trees Of Hope শিরোনামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে রোটার্যাক্ট ক্লাব অফ মাওলানা ভাসানী।
২১ আগস্ট, বুধবার রোটারি ক্লাব অব টাঙ্গাইল-এর পৃষ্ঠপোষকতায় ও রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল-এর সরাসরি তত্ত্বাবধায়নে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জাতের প্রায় অর্ধশত গাছের চারা রোপণ করা হয়।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডঃ মোঃ মুছা মিয়া, রোটারি ক্লাব অব টাঙ্গাইল-এর সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ সাব্বির হোসেন পল, রোটারি ক্লাব অব টাঙ্গাইল-এর পিএসসিসি রোটারিয়ান মেজবাহ উদ্দিন (নবীন), রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি'র প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ সামসুল আলম (শিবলী) প্রমুখ। কর্মসূচিটি পরিচালনা করেন রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল-এর প্রেসিডেন্ট রোটার্যাক্টর মোঃ পলাশ হোসেন।
এছাড়া আরও সেখানে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল-এর আইপিপি রোটার্যাক্টর আসাদুজ্জামান, পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর মোঃ নাঈম হোসেন, ভাইস প্রেসিডেন্ট রোটার্যাক্টর মেজবা বিন মোস্তফা, রোটার্যাক্টর মোঃ রাকিবুল ইসলাম রাব্বি, সেক্রেটারী রোটার্যাক্টর মোঃ সিফাত আহমেদ, জয়েন্ট সেক্রেটারী রোটার্যাক্টর সুমাইয়া আক্তারসহ অন্যান্য ক্লাব সদস্যরা। প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন রোটার্যাক্টর মোঃ আসিফ আফরোজ।
ক্লাবের আন্তর্জাতিক সেবা পরিচালক রোটার্যাক্টর মোঃ নাজমুল হাসান ভূঁইয়া বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে পুরো ক্যাম্পাসজুড়ে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এতে চালতা, কাঠ বাদাম, আম, নিম, আমড়া, রেড পাম এবং সিজিয়ামসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মসূচির প্রসঙ্গে রোটার্যাক্টর মোঃ আসিফ আফরোজ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় কোন গাছ না থাকায় প্রচণ্ড গরমে কোথাও ছায়ায় বিশ্রাম নেয়া যায় না। পাশাপাশি ক্যাম্পাসে সবুজায়নের অভাবে ক্যাম্পাস মরুভূমির আকার ধারণ করেছে। তাই, আমরা আমাদের ক্যাম্পাসে এই বর্ষা মৌসুমের শেষে বৃক্ষরোপণের মাধ্যমে আগামীতে একটি সবুজ ক্যাম্পাস আশা করছি। সে উদ্দেশ্যে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচিকে 'Trees of Hope' হিসেবে বিবেচনা করছি।