টাঙ্গাইলে সমন্বয়কদের সাথে নিয়ে সদর থানার কার্যক্রম শুরু

আইন আদালত টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের জেলা প্রশাসন, রাজনীতিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপস্থিতিতে টাঙ্গাইল সদর থানার তালা খুলে দিয়েছেন পুলিশ সুপার গোলাম সবুর।

 

 

বুধবার (৭ আগস্ট) দুইদিন পর বিকেল ৫টার দিকে সবার উপস্থিতিতে তালা খুলে দেওয়ার পর কার্যক্রম শুরু হয়। হামলা ও ভাঙচুর এবং সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ রে‌খে‌ ছিল পু‌লিশ প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার, ইফফাত রাইসা নূহা, লুৎফুন নাহার তৃপ্তি, মনিরুল ইসলাম প্রমুখ।

জেলার পুলিশ সুপার গোলাম সবুর বলেন, সারা দেশে যে সমস্ত থানায় কার্যক্রম বন্ধ ছিল, সে সমস্ত থানা খুলে দ্রুত কার্যক্রম শুরু করার জন্য আইজিপি স্যারের নির্দেশনা ছিল। সে নির্দেশনা বাস্তবায়নের জন্য সবার সহযোগিতায় টাঙ্গাইল সদর থানা খুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় হামলা ভাঙচুর ক‌রা হয়। এতে সন্ধ্যা থেকে শহরের সার্বিক অবস্থা বিবেচনা করে টাঙ্গাইল সদর থানার কার্যক্রম বন্ধ রে‌খে‌ছিল পু‌লিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *