নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ১৭ জুলাই, বুধবার বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
সারা দেশে কোটা সংস্কার আন্দোলনের নামে ৩০ লক্ষ শহীদের রক্তে রাঙানো জাতীয় পতাকা পদদলিত, বীর মুক্তিযোদ্ধাদের রাজপথে লাঞ্ছিত, নির্যাতন ও স্বাধীন দেশকে অচল করতে জনসাধারণকে জিম্মি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই শহীদ মিনারে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানরা এসে সমবেত হয়। নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ফজলুল হক বীরপ্রতিক-এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জামিলুর রহমান মিরণ, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন 'মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড' টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল) প্রমুখ।
এ সময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারগণ, জেলা ও বিভিন্ন উপজেলার সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।