নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দৈনিক লোককথা, দৈনিক দেশকথা, সাপ্তাহিক লৌহজং পত্রিকা এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদপত্র দৈনিক প্রথম বার্তা-এর প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক, নজরুল সেনা স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামরুল হাসান চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৪ জুন মরহুমের আকুরটাকুর পাড়াস্থ বাসভবনে নিজ পরিবার ও দৈনিক লোককথা পত্রিকার পক্ষ থেকে পত্রিকার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া আকুরটাকুর পাড়াস্থ মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মাদ্রাসায় শিশু কিশোর হাফেজগণ দিনব্যাপী পবিত্র কুরআন পাঠ, শিক্ষার্থী শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বাকাশ পত্রিকার সম্পাদক টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ বিশিষ্ট আইনজীবী খান মোহাম্মদ খালেদ, সাংবাদিক বিমান বিহারী দাস, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, দৈনিক প্রথম আলো পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, সময় তরঙ্গ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, মৌলভী বাড়ি মসজিদ-এর সভাপতি আবু সাঈদ খান ও সাধারণ সম্পাদক সালামত হোসেন খান দিলু, মৌলভী বাড়ি মসজিদ এর সহসভাপতি দেওয়ান শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী রফিকুল ইসলাম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের আব্দুল্লাহ, দৈনিক লোককথা পত্রিকার সহকারী সম্পাদক বদরুল হাসান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য বিশিষ্ট সাংবাদিক রেজাউল হাসান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৈনিক লোককথা পত্রিকার নির্বাহী সম্পাদক আহমেদুল হক রতন সিদ্দিকী। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক মৌলভী বাড়ী জামে মসজিদ-এর পেশ ইমাম মুফতি সোলাইমান।
উল্লেখ্য, টাঙ্গাইলের সাংবাদিক জগতে এক প্রবাদ প্রতিম পুরুষ কামরুল হাসান চৌধুরী ২০১২ সালের এই দিনে ৫৪ বছর বয়সে ঢাকা বারডেম হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।