ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান সবুজ তালুকদারকে গণ সংবর্ধনা

ধনবাড়ী নির্বাচন ফিচার রাজনীতি

হাফিজুর রহমান, ধনবাড়ী: ধনবাড়ী উপজেলায় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে গণ সংবর্ধনা দিয়ে উপজেলাবাসী। মঙ্গলবার (৪ জুন) বিকেলে মধুপুর থেকে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মী ও তার সমর্থকরা।

 

 

পরে হাজার হাজার মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে মধুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী সরকারী নওয়াব ইনস্টিটিউশন মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ তার বক্তব্যে বলেন, গত ৮ মে সুন্দর ও শান্তিপূর্ণ ভোট গ্রহনের মধ্য দিয়ে জনগনের বিপুল ভোটে আমাকে আপনারা নির্বাচিত করেছেন। সে জন্য আমি চির কৃতজ্ঞ, আমি জনগনের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে সব সময় কাজ করে যাবো। এ সময় তিনি যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ উপজেলায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে প্রশাসনের সহযোগিতায় সকলে মিলে মাদক নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাঁপা এমপি’র সার্বিক সহযোগিতায় এলাকার উন্নয়নের নানা দিক নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন।

এ সময় নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মাহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম ও উপজেলা, পৌর এলাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *