নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছিনতাই করতে এসে গ্রেপ্তার হওয়া মানিকগঞ্জের দৌলতপুর থানার দুই পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে দুদিনের রিমান্ড শেষে তাদের আদালতে পাঠায় মির্জাপুর থানা পুলিশ। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
এর আগে গত ২৪ মার্চ রাতে মহাসড়কে একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দুই কনস্টেবলকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের নামে মামলা করা হয়। পরে তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, কারাগারে পাঠানো কনস্টেবল হলেন রিপন রাজবংশী এবং মহসিন মিয়া। তারা মানিকগঞ্জের দৌলতপুর থানায় কর্মরত। তাদের একজন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কৈলা রাজবংশীর ছেলে রিপন রাজবংশী (২৮)। অপরজন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে মহসিন মিয়া (৩১)। এ ঘটনার পর মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান তাদের সাময়িকভাবে বহিষ্কার করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।