নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ মার্চ) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহবুবুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সখিপুর উপজেলার মহানন্দপুর কইষ্টা বাজার গ্রামের মোঃ আসলামের ছেলে সাগর আহমেদ (২১) এবং একই উপজেলার জিতাশহরি (মরিচকুড়ি চালা) গ্রামের মৃত আবু সাইদের ছেলে নাইচ আহমেদ নাবিল (২১)। এ মামলায় ফরহাদ হোসেন (১৯) নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, সখিপুরের বাসারচালা এলাকায় ১৩ বছরের একটি মেয়েকে প্রথমে প্রেমের ফাঁদে ফেলেন আসামি সাগর। ২০২২ সালের ২৯ জুন রাত ৯টার দিকে সাগর অপর আসামি নাবিলকে সাথে নিয়ে ওই মেয়ের সাথে দেখা করতে আসেন।
একপর্যায়ে ওই মেয়েকে বাসারচালা গ্রামের একটি জঙ্গলে নিয়ে তারা দু'জনে জোরপূর্বক ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে প্রথমে মেয়েটি কাউকে কিছু বলেননি। আসামিরা পরদিন রাত ৯টার দিকে আবার ওই মেয়েকে মোবাইল ফোনে একইস্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তখন ওই মেয়ে বাড়িতে এসে ঘটনা জানান।
মেয়েটির বাবা ওই বছর ২ জুলাই সাগর, নাবিল ও ফরহাদকে আসামি করে সখিপুর থানায় মামলা করেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মোঃ সালাউদ্দিন। দণ্ডিত আসামিরা প্রথম দিকে জামিন পেলেও অভিযোগপত্র দাখিলের পর থেকে জেলহাজতে ছিলেন। আদালতে আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। রায়ে আসামি ফরহাদ হোসেনকে খালাস দেওয়া হয়েছে। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন মিয়া মামুন।