মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস-এর মৃত্যুতে শোকসভা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রেজাউল করিম, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, আম্বার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কাশেম খান, প্রেসক্লাব মির্জাপুর এর সাবেক সভাপতি কিসমত খোন্দকার, নিরঞ্জন পাল, সাবেক সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ বিজু প্রমুখ।
খান আহমেদ শুভ এমপি বলেন, দুর্লভ বিশ্বাস মুক্তিযোদ্ধা ছিলেন। মির্জাপুরের নানা এলাকা ঘুরে মানুষের সমস্যা গণমাধ্যমে তুলে ধরে সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে মির্জাপুরের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোক সভায় প্রয়াত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাসের দুই কন্যা দিপা বিশ্বাস, মুক্তি বিশ্বাস উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুর্লভ বিশ্বাস গত ৫ মার্চ রাতে অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি পরলোকগমন করেন। মির্জাপুরের বাওর কুমারজানি গ্রামে তাকে দাফন করা হয়।