নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তাপমাত্রা গতকালের চেয়ে আরও কমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আগামীকাল বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আদেশ জারি করেছেন টাঙ্গাইলের জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
টাঙ্গাইলের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৯ টায় টাঙ্গাইলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ফলে টাঙ্গাইলে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা জানান, টাঙ্গাইলে তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে চলে যাওয়ায় জেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । শীতের তীব্রতা বাড়ায় আগামীকাল বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক না হলে এ ছুটি বাড়তে পারে বলেও তিনি জানান।
এদিকে গত কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীতে যবুথবু অবস্থা। হিমেল হাওয়ায় শীত বেড়েছে নদী তীরবর্তী এ জেলায়। কাজে যেতে না পেরে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কমেছে আয়। ব্যাহত হচ্ছে বোরো আবাদ। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষজন। খড় খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন গ্রামাঞ্চলের মানুষজন। প্রচন্ড শীতে বয়োবৃদ্ধ ও শিশুরা ডায়রিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।
টাঙ্গাইল জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন জানিয়েছেন, কয়েকদিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।