কালিহাতী প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতীতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।
রবিবার, ২৬ নভেম্বর বিকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন তালিকা প্রকাশ করেন।
গত ১৯ নভেম্বর রোববার ঢাকার ধানমন্ডিতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র কিনেন মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। পরদিন বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়নের আবেদনপত্র জমা দেন তিনি।
মোজহারুল ইসলাম তালুকদার ১৯৫০ সালের ১ জানুয়ারি উপজেলার নগরবাড়ি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম তালুকদার পরিবারের মোজাফফর আলী তালুকদার ও হাজেরা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহন করেন। ১৯৬৭ সালে স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি, ১৯৬৯ সালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী (কাগমারি) কলেজ থেকে এইচ এস সি ও ১৯৭২ সালে কৃতিত্বের সাথে বি.এ পাশ করেন।
১৯৯১ থেকে বর্তমান সময় পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯২-১৯৯৮ ও ২০০৩-২০১১ দুই মেয়াদে নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর সুনামের সাথে পাঁচবছর দায়িত্বপালন করেন।
মোজহারুল ইসলাম তালুকদার মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্য ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ৫৬ বছর (১৯৬৭-২০২৩) দল করার উপহার আজ পেয়েছি। তৃণমূল আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দিয়ে দল-মত নির্বিশেষে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জননেত্রীকে এ আসনটি উপহার দেবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোটভাই সাবেক ছাত্রনেতা মুরাদ সিদ্দিকী।