বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে রাজ্জাক মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৭ নভেম্বর দুপুরে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক মিয়া উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, জুমার নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে রাজ্জাক মিয়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে গাছের ডাল ভেঙে মাথায় পড়লে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নাঈম আব্দুল্লাহ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই রাজ্জাক মারা যান।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা নিহতের পরিবারের পাশে আছি।