কালিহাতী প্রতিনিধি : 'স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ' শ্লোগানে সারা দেশের ন্যায় কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
বুধবার, ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি. কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙাল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক। আলোচনা সভাটি সঞ্চালনা করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠানে তিনটি ব্যাচের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন এবং ৫জন অংশগ্রহণকারীর মধ্যে ৪ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।