কালিহাতী প্রতিনিধি: বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে। এবার টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১ হাজার ২৮৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।
জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়ায় খেলার মাঠে পূজার শেষদিনে বসেছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিজয়া দশমীর মেলা। মঙ্গলবার, ২৪ অক্টোবর শুরু হওয়া এই মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
সরেজমিনে আজ বিকেলে নারান্দিয়া খেলার মাঠে গিয়ে দেখা যায়, শত বছরের পুরনো এ মেলায় কমপক্ষে ১০টি মণ্ডপের দুর্গা প্রতিমা দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে। আশেপাশের কয়েকটি উপজেলার হাজারো দর্শনার্থী এখানে আসেন প্রতিমা দেখতে। সনাতন ধর্মাবলম্বী নারীরা সিঁদুর, ধান, দুর্বা ও আলোকবাতি দিয়ে প্রতিমায় ভক্তি প্রদর্শন করেন। পরে নারান্দিয়া, নগরবাড়ী, লক্ষ্মী নারান্দিয়া, দৌলতপুর রায়বাড়ি, মোদকবাড়ী, ঋষিপাড়ার মাঠের পাশে লৌহজং নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
মেলা উপলক্ষে মাঠে আসবাবপত্র, বাহারি খাবার, খেলনা, মাটির হাড়ি পাতিল বিক্রির অসংখ্য দোকানপাট বসেছে। তিনদিনে কোটি টাকার কেনাবেচা হবে বলে আশা করছেন মেলায় আসা বিক্রেতারা।
নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, মেলাটি শত বছরের পুরাতন। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।