নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা এলাকার আব্দুল বারেক মিয়ার স্ত্রী সূর্য বানু শামুক কুড়াতে গিয়ে স্যালো মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার, ২৩ অক্টোবর বিকালে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মীরের বেতকা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকালের দিকে সূর্য বানু শামুক কুড়াতে যাওয়ার সময় মীরের বেতকার নুর হোসেনের সেলু মেশিনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। স্যালো মেশিনের তারটি কয়েকদিন যাবত একটি জমির উপর ফেলানো ছিলো বলে জানা গেছে। এলাকাবাসী নুর হোসেনকে বললেও সে কোন কর্ণপাত করে নাই।
স্থানীয় ইউপি সদস্য ওয়ারিসুর রহমান নেছার বলেন, দুই পক্ষই আমাদের নিজেদের। তাই বিষয়টি মিমাংসা করানোর চেষ্টা করতেছি।
নিহত সূর্য বানুর ছেলে শফিক বলেন, ৫ লক্ষ টাকা চেয়েছি নূর হোসেনের কাছে। তারা ২-৩ লক্ষ টাকা দিতে চেয়েছে। কিন্তু রাজি হয়নি। মামলা করার জন্য প্রস্তুতি নিতাছি।
এ বিষয়ে অভিযুক্ত নুর হোসেন বলেন, আমি বিদ্যুৎ অফিসে বারবার জানিয়েছি, কিন্তু তারা আসে নাই। এখন এলাকাবাসী বসে মিমাংসা করে নিবো।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই আতিকুর রহমান বলেন, সন্ধ্যার দিকে সূর্য বানুর লাশ মর্গে আসে। লাশ ময়নাতদন্ত করার জন্য পরিবারের সাথে কথা বলা হচ্ছে। পরবর্তিতে বিস্তারিত জানানো যাবে।