মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড প্রদান

টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের ৭৯জন শিক্ষার্থীর মাঝে অ্যাকাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড (পদক) প্রদান করা হয়েছে। বুধবার, ১১ অক্টোবর ওই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

 

 

অ্যাকাডেমিক ভবনের ১২ তলাস্থ সেমিনার কক্ষে বিশ্ববিদ্যালয়ের বিএসসি (ইঞ্জি.), বিএসসি (অনার্স), বিবিএ, বিএসএস (অনার্স) ও বি ফার্ম পর্যায়ের সবচেয়ে মেধাবী ৭৯ শিক্ষার্থীকে এ পদক প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *